বিকাশ-রকেটের ওটিপি নিয়ে প্রতারণা, নারী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৬:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম সুখী আক্তার (৩০)।
বৃহস্পতিবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, সুখী বিকাশ ও রকেট প্রতারণা চক্রের মূল হোতা। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আবু তাহের শেখের মেয়ে।
শুক্রবার র্যাব-২-এর সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রটি ছদ্মনাম ব্যবহার করে ‘হ্যালো, বিকাশ থেকে বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে, বিকাশ থেকে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে। কোডটি আমাদের দিন। অন্যথায় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে-এমন কথা বলে ওটিপি নিয়ে বিভিন্ন লোকজনের বিকাশ একাউন্ট হ্যাক করতো।
এরপর ওই একাউন্ট থেকে হাতিয়ে নিতো টাকা-পয়সা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল জানতে পারে এ চক্রের মুলহোতা সুখী আক্তার ধানমন্ডি এলাকায় অবস্থান করছে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুখী আক্তার র্যাবকে জানিয়েছেন, তিনি এবং তার চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশ, রকেট ও নগদের গ্রাহকদের কাছ থেকে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন। র্যাব জানায়, সুখী আক্তারের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাচাই সাপেক্ষে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
