Logo
Logo
×

সারাদেশ

বাজারে গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কান্না করে ফেরেন: শিমুল বিশ্বাস

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১০:৫৩ পিএম

বাজারে গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কান্না করে ফেরেন: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘এই সরকার আজ ভোট চোর হিসেবে পরিচিতি পেয়েছে। এই ভোট চোরের নেতৃত্বে বাংলাদেশে আর ভোট করা হবে না।’ 

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজ জিনিসপত্রের এত দাম যে বাজারে গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কান্না করে ফিরে আসেন।’ 

শিমুল বিশ্বাস বলেন, ‘গরিব-দুঃখী, অত্যাচারিত ও দিন আনে দিন খাওয়া মানুষগুলো আজ বিএনপির পতাকাতলে। তারা এ সরকারকে আর চায় না; কিন্তু একমাত্র ঘুসখোর, দুর্নীতিবাজ ও লুটেরারা আওয়ামী লীগের পতাকাতলে।’ 

পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পরিবর্তনকে বাধা দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই নন্দিত হয়েছে।’  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, নির্বাহী সদস্য সিমকী ইমাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামিম খান, যুগ্ম-সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান প্রমুখ।

বাজার মধ্যবিত্ত শিমুল বিশ্বাস সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম