Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১১:০২ পিএম

দোয়ারাবাজারে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

দোয়ারাবাজারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মনোনয়নপ্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম গণসংযোগ করেছেন। 

শুক্রবার দিনব্যাপী উপজেলার সুরমা, বগুলাবাজার ও দোয়ারা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে নেতৃত্বের পরিবর্তনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনয়ন চাই। নির্বাচিত হলে এ অঞ্চলের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে সর্বদা নিজেকে নিবেদিত রাখব বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ। মূলত এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে আমি নিজেকে জনগণের পাশাপাশি রেখেছি। 

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, যুগ্ম সম্পাদক ও সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন বুলু, বগুলাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, জাতীয় পার্টির নেতা সুরুজ মোড়ল, আবুল হোসেন, আবু কাশেম, ইমরান মিয়া, মনির উদ্দিন, মানিক খান, আরফাত আলী, উকিল আলী, আব্দুল মনাফ, তারা মিয়া, আব্দুর রহমান প্রমুখ।

দোয়ারাবাজার জাতীয় পার্টি জাহাঙ্গীর আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম