আ.লীগ আজ দেউলিয়া হয়ে গেছে: সেলিমা রহমান

 শেরপুর প্রতিনিধি 
২৬ মে ২০২৩, ১১:০৭ পিএম  |  অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগ এক সময় বৃহৎ দল ছিল, সেই আওয়ামী লীগ আজ দেউলিয়া হয়ে গেছে। গায়েবি মামলা, গুম, দুর্নীতি আর রাহাজানিতে দেশ ভরে গেছে। 

শুক্রবার বিকালে শেরপুর জেলা বিএনপির আয়োজনে ১০ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের গৃদানারায়ণপুর রোডে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় এবং সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শরীফুল আলম। এছাড়া জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন