কেসিসি নির্বাচন: দুই কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুইজন কাউন্সিলরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। কাউন্সিলররা হলেন- ১৩নং ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ এবং ২৪নং ওয়ার্ডে জেডএ মাহমুদ।
কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে এসএম খুরশিদ আহম্মেদ ওরফে টোনা একক প্রার্থী ছিলেন। ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে একটি মাত্র মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া হয়েছিল। এছাড়া ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ওরফে ডন ছাড়া বর্তমান কাউন্সিলর শমশের আলী মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু ক্রেডিট কার্ডের দায় সংক্রান্ত জটিলতায় মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি আপিল করলেও সেটা খারিজ হয়ে যায়। ফলে ওয়ার্ডটিতে জেড এ মাহমুদ ডন একক প্রার্থী হয়ে যান।
শুক্রবার প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কমিশনার ওয়ার্ড দুটিতে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
কেসিসি নির্বাচন: দুই কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
খুলনা ব্যুরো
২৭ মে ২০২৩, ০৪:১৮:৩৪ | অনলাইন সংস্করণ
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুইজন কাউন্সিলরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। কাউন্সিলররা হলেন- ১৩নং ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ এবং ২৪নং ওয়ার্ডে জেডএ মাহমুদ।
কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে এসএম খুরশিদ আহম্মেদ ওরফে টোনা একক প্রার্থী ছিলেন। ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে একটি মাত্র মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া হয়েছিল। এছাড়া ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ওরফে ডন ছাড়া বর্তমান কাউন্সিলর শমশের আলী মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু ক্রেডিট কার্ডের দায় সংক্রান্ত জটিলতায় মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি আপিল করলেও সেটা খারিজ হয়ে যায়। ফলে ওয়ার্ডটিতে জেড এ মাহমুদ ডন একক প্রার্থী হয়ে যান।
শুক্রবার প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কমিশনার ওয়ার্ড দুটিতে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023