জাল টাকার জালে বাদশা মিয়া আটক
টাঙ্গাইলের মধুপুরে থানা পুলিশের বিভিন্ন কাজের সহায়তাকারী বাদশা মিয়া নামের এক তরুণ প্রতারক বন্ধুর চক্করে জাল টাকার জালে পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করেছে।
আটক বাদশা মিয়া মধুপুর থানার পাশেই থানা পাড়ার জনৈক জাফর মিয়ার ছেলে। তিনি বেশ কিছু দিন ধরে থানা পুলিশের ফুট ফরমায়েশ করে আসছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে এক প্রতারক বন্ধুর হয়ে দুইটি নম্বরে বাদশা মিয়া এক হাজার টাকার নোটের এক লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে বিকাশ পয়েন্টে যান। পৌর শহরের বিন্দু প্লাজার নিচ তলায় অপরূপা টেলিকম ও বিকাশ পয়েন্টে টাকা জমা দিলে পয়েন্ট মালিক শরীফ ভুঁইয়ার নিকট জাল টাকা ধরা পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাদশা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই বিকাশ পয়েন্টের মালিক শরীফ ভুঁইয়াকে বাদী করে মামলা নিয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকালে বাদশাকে আদালতে সোপর্দ করেছে।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজাহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, তদন্তের স্বার্থে বাদশাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জাল টাকার জালে বাদশা মিয়া আটক
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৭ মে ২০২৩, ০৪:৪২:৩০ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের মধুপুরে থানা পুলিশের বিভিন্ন কাজের সহায়তাকারী বাদশা মিয়া নামের এক তরুণ প্রতারক বন্ধুর চক্করে জাল টাকার জালে পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করেছে।
আটক বাদশা মিয়া মধুপুর থানার পাশেই থানা পাড়ার জনৈক জাফর মিয়ার ছেলে। তিনি বেশ কিছু দিন ধরে থানা পুলিশের ফুট ফরমায়েশ করে আসছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে এক প্রতারক বন্ধুর হয়ে দুইটি নম্বরে বাদশা মিয়া এক হাজার টাকার নোটের এক লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে বিকাশ পয়েন্টে যান। পৌর শহরের বিন্দু প্লাজার নিচ তলায় অপরূপা টেলিকম ও বিকাশ পয়েন্টে টাকা জমা দিলে পয়েন্ট মালিক শরীফ ভুঁইয়ার নিকট জাল টাকা ধরা পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাদশা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই বিকাশ পয়েন্টের মালিক শরীফ ভুঁইয়াকে বাদী করে মামলা নিয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকালে বাদশাকে আদালতে সোপর্দ করেছে।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজাহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, তদন্তের স্বার্থে বাদশাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023