Logo
Logo
×

সারাদেশ

শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০২:৩৯ পিএম

শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পর্শে লিপি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশের ক্ষেত থেকে পাটশাক তুলতে গিয়ে উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিপি বেগম ওই এলাকার নূর হাবিব মাদবরের স্ত্রী। 

জানা গেছে, শনিবার সকালে পাটশাক তুলতে বাড়ির পাশের একটি পাটক্ষেতে যান লিপি বেগম। এ সময় ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি ক্ষেতেই লুটিয়ে পড়েন। এদিকে শাক তুলে ফিরতে দেরি হচ্ছে দেখে লিপি বেগমের মেয়ে তাকে খুঁজতে ক্ষেতে গেলে সেখানে তার জড়িয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে তিনি মারা গেছেন। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়।

শাক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম