ফাঁকা জায়গায় প্রস্রাবে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০২:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আজাদুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। প্রস্রাবে বাধা দেওয়ার জেরে দুপক্ষের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে নাস্তা আনতে বের হলে নগরীর সরাইপাড়া নয়াবাজার মজিবুর রহমান প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আজাদুর রহমান পাহাড়তলী থানার সরাইপাড়া খলিল মিস্ত্রিবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
পাহাড়তলী থানার অপারেশন অফিসার আশরাফুল বলেন, ভিকটিম আজাদুরের ভাই মফিজ নয়াবাজার মোড়ে একটি ফাঁকা জায়গায় কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই জায়গায় প্রস্রাব করা নিয়ে ভিকটিমের ভাইকে কেয়ারটেকার মফিজ বাধা দেন।
এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আজাদুর তার ভাইয়ের পক্ষ নিয়ে ওসমান, রাজু, ফয়সাল, রাজীবসহ অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের সঙ্গে ধাক্কাধাক্কি করে। পরে তারা তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
