অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে সুযোগ পেলেন বগুড়ার তাহমিদ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১০:৪৭ পিএম
এম তাহমিদ বিন আলম যামী। ছবি-সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ক্রিকেটার এম তাহমিদ বিন আলম যামী (১৫) বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের স্কিল ক্যাম্পের জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৭ দলে স্কিল ক্যাম্পে মনোনীত খেলোয়াড়দের ৪৮ জনের নামের তালিকায় তার নাম রয়েছে। সে বিকেএসপি ক্রিকেট বিভাগে অধ্যায়নরত বাঁহাতি ব্যাটসম্যান।
জানা গেছে, এম তাহমিদ বিন আলম যামী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের পূর্বপাড়ার ৭নং ওয়ার্ডের বাসিন্দা টিএমএসএসর জোনাল ম্যানেজার একেএম জাহাঙ্গীর আলম ও শিক্ষিকা তানভীজ সুলতানা তানভীনের বড় ছেলে। মাত্র ৪-৫ বছর বয়স থেকে সে তারকা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। সময় পেলেই বাড়ির আশপাশে ফাঁকা জায়গায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলত।
এম তাহমিদ বিন আলম যামী জানায়, ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেট যারা খেলে তাদের সবার স্বপ্ন একটাই জাতীয় দলের হয়ে খেলা। কোনো একদিন এ স্বপ্ন সত্যি হবে এ আশায় সে কঠোর পরিশ্রম করছে।
সে জানায়, তার ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণে বাবা-মার অনুপ্রেরণা সবচেয়ে বেশি। যামীর জন্য পরিবারের পক্ষে চাচা বগুড়ার দুপচাঁচিয়া প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি গোলাম ফারুক সবার দোয়া চেয়েছেন।
