Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় স্ত্রী হত্যার ৬ বছর পর ফরিদপুর থেকে স্বামী গ্রেফতার

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১০:৩১ পিএম

হাতিয়ায় স্ত্রী হত্যার ৬ বছর পর ফরিদপুর থেকে স্বামী গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামে গৃহবধূ রোজিনা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনার পলাতক আসামি স্বামী মহিউদ্দিনকে (৩৫) ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার পিঠাকুমড়া বাজার থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে মহিউদ্দিনের মা হাজেরা খাতুন।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মহিউদ্দিন সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা গ্রামের হোসেন আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে নিজ কক্ষে শুয়ে ছিল রোজিনা আক্তার। এর কিছুক্ষণ পর মহিউদ্দিন তার মাসহ পরিবারের লোকজনের সহযোগিতায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রোজিনা আক্তারের কক্ষে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পর তার মা হাজেরা খাতুনসহ পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায় মহিউদ্দিন। এ ঘটনায় পরদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাতিয়ায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলাটি তদন্ত করে মহিউদ্দিন ও হাজেরা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ হত্যা মামলার অপর আসামি হাজেরা খাতুনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম