Logo
Logo
×

সারাদেশ

কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৬:৪২ পিএম

কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নীলফামারীর কিশোরগঞ্জে কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক স্কুলছাত্রের। ওই কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টেঙ্গনমারী সড়ক সংলগ্ন বিএমআই কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিম (৮) বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের শেরীফুর রহমানের ছেলে। সে কিশোরগঞ্জ মেধাকুঞ্জ বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তেল আনার জন্য আপন চাচা হাসিবের সঙ্গে ইয়ামিম পেট্রল পাম্পে যায়। ফেরার পথে বিএমআই কলেজের সামনে পৌঁছলে এক ছাত্র অটোরিকশা থেকে নেমে কলেজে ঢুকতে রাস্তা পারাপার হয়। এ সময় মোটরসাইকেল চালক হাসিব ওই কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে উল্টে পড়ে যায়। পেছনে থাকা আরোহী ইয়ামিম ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএস শরীফ জানান, ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন জানান, ওই মোটরসাইকেলচালক এখনো ট্রমার মধ্যে আছে। সে স্বাভাবিক হলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।

নীলফামারী কলেজছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম