লাফ দিয়ে কাদায় আটকে ২ শিশুর মৃত্যু, গোসল করতে নেমে পায়ে বাঁধে লাশ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:১২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে দীঘির পানিতে লাফ দিয়ে কাদায় আটকে সিহাব ও হুসাইন নামে দুই শিশুর মৃত্যু হয়। অন্য শিশুরা গোসল করতে গেলে তাদের পায়ে সিহাব ও হুসাইনের লাশ বাঁধে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সিহাব (৭) দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। সে নুরানি মাদ্রাসার ছাত্র ছিল। নিহত হুসাইন (৮) একই এলাকার হবির ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিহাব ও হোসাইন ঈশ্বরচন্দ্রপুরে দীঘির পানিতে গোসল করতে যায়। এ সময় দীঘির ওপর থেকে পানিতে লাফ দিলে পানির নিচে কাদার সঙ্গে আটকে যায় তারা। পরে অন্য বাচ্চারা গোসল করতে গেলে পায়ে লাশ বাঁধে। ভয় পেয়ে তারা চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা পানিতে নেমে হুসাইন ও সিহাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
