Logo
Logo
×

সারাদেশ

কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জেলা আ.লীগের নিন্দা প্রস্তাব, ব্যবস্থা নিতে চিঠি

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:১৫ পিএম

কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জেলা আ.লীগের নিন্দা প্রস্তাব, ব্যবস্থা নিতে চিঠি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও শ্রমিক লীগ নেতা গোলাম মোহাম্মদ নাসিরকে নিয়ে প্রকাশ্যে জনসভায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

এ ঘটনায় কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ ও নিন্দা প্রস্তাব জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা শ্রমিক লীগের পক্ষ থেকেও পৃথক নিন্দা প্রস্তাব করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সুপারিশসহ নিন্দা প্রস্তাব কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হবে বলে মঙ্গলবার জানা গেছে।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, রোববার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে নিয়ে শহরে এক জনসভায় বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ। ওই রাতেই জেলা আওয়ামী লীগের এক সভায় ওই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ ও নিন্দা প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে জেলা শ্রমিক লীগের পক্ষ থেকেও বিপুল ঘোষের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা হয়েছে। জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ বলেন, রোববার বিকালে শহরের এক জনসভায় কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে সুপারিশ ও নিন্দা প্রস্তাব জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষের বক্তব্য জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, ওরা যা করে বেড়াচ্ছে তা দলের জন্য ক্ষতিকর। তা না হলে নাসির আমাকে এক জনসভায় চরম আপত্তিকর কথা কি বলতে পারে। কেন্দ্রীয় কোনো সভায় সুযোগ পেলে ফরিদপুরে কি হচ্ছে তা জানাব। আর আমার বিরুদ্ধে কে কি অভিযোগ দিল তা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমি টেন্ডারবাজি করে দল করি না। দল করতে গিয়ে গত ১৪ বছরে ১৮ বিঘা জমি বিক্রি করেছি। এভাবেই পথ চলছি, দলের জন্য কাজ করছি। 

এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, এ ঘটনায় জেলা আওয়ামী লীগ বিস্মিত ও মর্মাহত। সুপারিশসহ নিন্দা প্রস্তাব মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হবে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম