Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:১৭ পিএম

ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এমএম কলেজ) বৃক্ষরোপণ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ওই কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কলেজ মসজিদ গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম (৩২), সদস্য সচিব কামরুল ইসলাম (২৮), যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু (২৬), টিটন তরফদার (২৬) ও সাদিকুর রহমান (২৪)।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম বলেন, মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি ছিল। বাদ জোহর কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরে অসহায়দের যখন খাবার বিতরণ কর্মসূচি চলছিল। তখন কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে। ছাত্রলীগের নেতাকর্মীদের বেধড়ক মারপিটে ছাত্রদলের পাঁচ নেতা গুরুতর এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস জানান, কলেজ ছাত্রলীগের কোনো কমিটি নাই। ছাত্রলীগের যারা কর্মী আছেন তারা এ কাজ করতে পারে না। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিজেরা এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর অভিযোগ দিচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম জানান, একজন আহতের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। কলেজে বর্তমানে ছাত্রলীগের কমিটি নেই।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম