জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বোন-ভাগ্নেকে পিটিয়ে জখম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৩, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের বাসিন্দা মো. জব্বার বিশ্বাস তার বোন ও ভাগ্নেকে বাবার জমি বুঝে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ভাগ্নে সোহেল তরফদারের মামার বাড়ি মশরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সোহেল তরফদার বাদী হয়ে তার মামাসহ চারজনকে আসামি করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মশরহাটি গ্রামের মৃত কেরামত বিশ্বাসের জমিজমা তার মেয়েদের অংশ না দিয়ে একাই জোরপূর্বক ভোগদখল করে চলেছেন মো. জব্বার বিশ্বাস। দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিজমা তার বোন হাসিনা বেগম দাবি করলে বোন-ভাগ্নেকে তার বাড়িতে আসতে বলেন তিনি। বাবার পৈতৃক জমি পেতে হাসিনা বেগম তার ছেলে সোহেল তরফদারকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাড়িতে আসেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে জব্বার বিশ্বাস, কওসার আলী বিশ্বাস, মো. জামাল শেখ ও মো. শাহিন মোল্যা মিলে হাসিনা বেগম তার ছেলে সোহেল তরফদারসহ ঘটনাস্থলে উপস্থিত আরও দুইজনকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারতে থাকেন।
একপর্যায়ে তারা চিৎকার করলে বিবাদীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের আঘাত করেন। তাছাড়া পৈতৃক জমি দাবি করলে তাদের কচুকাটা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও প্রদর্শন করা হয়।
মো. সোহেল তরফদার বাদী হয়ে মঙ্গলবার রাতে তার মামা মো. জব্বার বিশ্বাসসহ চারজনকে আসামি করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
তদন্তকারী কর্মকর্তা থানার এএসআই দেবাশিষ বিশ্বাস জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
