Logo
Logo
×

সারাদেশ

গরু চুরির ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১০:৫৩ পিএম

গরু চুরির ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের আলীকদমে গরু চুরির ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি সাইদুর রহমান সাঈদসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গরু চুরির সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার বিকালে চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ির বাসিন্দা মো. ইউনূস বাদী হয়ে এ মামলা করেন। 

আসামিরা হলেন- লামা চেয়ারম্যানপাড়ার বাসিন্দা ও সাবেক পৌর যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ, লামা পৌর কাউন্সিলরের ছেলে ও রাজবাড়ীর বাসিন্দা মো. রাসেল, চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল হোসাইনের ছেলে মো. বাদশা, মো. শহিদুল্লাহর ছেলে অমিত হাসান, ছাহেল আহমদের ছেলে মো. আব্দুল শফি, বাদশা মিয়ার ছেলে মো. মিজান, লামা চেয়ারম্যানপাড়ার বাসিন্দা মোহাম্মদ সোওয়াবের ছেলে মো. নুরুল ইসলাম প্রকাশ আতিক ও রেপারপাড়ার বাসিন্দা নুর হোসেন। 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, লামা থানার সহায়তায় গরু চুরিতে জড়িতদের আটক করা হয়েছে। গরুর মালিক বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। চুরির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে; পলাতক আসামিদের আটক করতে অভিযান চলমান আছে।

গরু চুরি যুবলীগ মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম