|
ফলো করুন |
|
|---|---|
নবাবগঞ্জ উপজেলায় ৪৩০ লিটার চোলাই মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০।
বুধবার দুপুরে উপজেলার পাড়াগ্রাম ও সিরাজপুর হাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন রেবা আক্তার (৩৫) ও মো. জাকারিয়া (২৫)।
র্যাব-১০ জানায়, মাদক কারবারি রেবা আক্তার ও মো. জাকারিয়ার কাছ থেকে ৪৩০ লিটার চোলাই মদ, চাকু, মোবাইল ফোন ও ১৬ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে।
এবিষয়ে র্যাব-১০ এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।
