Logo
Logo
×

সারাদেশ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ। ভারতে দুই বছর কারাভোগের পর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আজ বৃহস্পতিবার সকালে তাদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধপথে ভারতের মুম্বাই শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম