Logo
Logo
×

সারাদেশ

ব্যঙ্গ কার্টুন প্রিন্ট করা টি-শার্ট তৈরি, গার্মেন্টসের জিএম গ্রেফতার

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:৫৯ পিএম

ব্যঙ্গ কার্টুন প্রিন্ট করা টি-শার্ট তৈরি, গার্মেন্টসের জিএম গ্রেফতার

ফতুল্লায় ব্যঙ্গ কার্টুন প্রিন্ট করা টি-শার্ট তৈরির মূলহোতা এসরোটেক্স গার্মেন্টসের জিএম অপারেশন মাইন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মাইন উদ্দিনসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে ধর্মকে অবমাননার অপরাধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারেস শিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, অজ্ঞাত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এক বিবৃতিতে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএয়ের সভাপতি সেলিম ওসমান বলেছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর জন্য সংশ্লিষ্ট গার্মেন্টস প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মালিক ও শ্রমিক সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহবান জানান তিনি।

জানা যায়, ৪ হাজার টি-শার্টের অর্ডার পায় ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত এসরোটেক্স গার্মেন্টস। এতে সম্প্রতি তারা ছবিসহ এক হাজার ৭৫০ পিস টি-শার্ট তৈরি করেন। টি-শার্টগুলো সৃষ্টির প্রথম মানব আদম হাওয়াকে নিয়ে ব্যঙ্গ করার মতো মানহানিকর মনে হওয়ায় মালিকপক্ষের কাছে আপত্তি জানান শ্রমিকরা। মালিকপক্ষ শ্রমিকদের আপত্তি আমলে না নিয়ে অর্ডারের বাকি কাজ শেষ করার নির্দেশ দেন। শ্রমিকরা মালিক পক্ষের নির্দেশ না মেনে কাজ বন্ধ করে বুধবার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের অভিযোগ শুনে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। দীর্ঘ আলোচনায় মালিকপক্ষের লোকজন আপত্তিকর ছবি টি-শার্টে প্রিন্ট করায় ভুল স্বীকার করেন এবং আপত্তিকর ছবিসহ প্রিন্ট করা এক হাজার ৭৫০টি টি-শার্ট গার্মেন্টসের কর্মকর্তা জুবায়ের নিজ হাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন এবং ক্ষমা চেয়েছেন। এরপর শ্রমিকরা কাজে ফিরে যান।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম