গাছের সঙ্গে হেলান দেওয়া, মাটির সঙ্গে পা ভাঁজ করা লাশ উদ্ধার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় আবেদীন শেখ (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ গাছের সঙ্গে হেলান দেওয়া, ডালের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস ও পা ভাঁজ করা অবস্থায় মাটির সঙ্গে ছিল। মুখের মধ্যে গাছের পাতা ঢুকানো ছিল।
বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ সদর উপজেলার নামুজা শাহাপাড়ার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী বলছেন, সম্প্রতি দুর্বৃত্তরা আবেদীনের বাড়ির সামনে আবদুর রাজ্জাক নামে এক গরুর বেপারীকে দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা বা হত্যাকারীদের কাউকে চিনতে পারে। আর এ কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। র্যাব ও পুলিশ তাকে দুই দফা জিজ্ঞাসাবাদ করেছে। বুধবার বেপারী রাজ্জাক হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
এসব ব্যাপারে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, তদন্তনাধীন বিষয়ে কোনো কথা বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আবেদীনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, তিন ছেলে ও এক মেয়ের বাবা নিহত আবেদীন শেখ বগুড়া সদর উপজেলার নামুজা শাহাপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে। পেশায় কৃষক আবেদীন অসুস্থ স্ত্রী আনজেরা বেগমের ওষুধ কেনার জন্য বুধবার সন্ধ্যার দিকে নামুজা বাজারের দিকে যান। রাতে আর বাড়িতে ফিরে আসেননি। তার লাশ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ললপুকুর মাঠে ভুট্টা ক্ষেতের পাশে বকনা গাছের সঙ্গে হেলান দেওয়া, ডালে বাঁধা গামছা গলায় ফাঁস দেওয়া ও পা মাটির সঙ্গে ভাঁজ করা অবস্থায় দেখতে পাওয়া যায়। মুখের মধ্যে গাছের পাতা ঢুকানো ছিল।
