গৌরীপুরে স্বজন সমাবেশের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার ‘জাগো তারুণ্য, রুখো মাদক, বাঁচাও বাংলাদেশ’ স্লোগানে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
তিনি বলেন, দেশি-বিদেশি কুচক্রের থাবায় আজকের যুব সমাজ ধ্বংস হচ্ছে। তরুণ যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের মতো ভয়াল নেশার জগত থেকে তাদের ফিরিয়ে আনতে হবে। এর জন্য প্রয়োজন গণসচেতনতা। সামান্য আনন্দের জন্য আজকে যুবকদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কুফল সম্পর্কে সর্বস্তরে সবাইকে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। মাদকবিরোধী মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধনিয়াকান্দি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, সহসভাপতি শাহরিয়ার হোসেন সাদ্দাম, সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, পৌর তাঁতীলীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক, ইমরান হাসান প্লাবন, সহসভাপতি সাজ্জত আল নূর, উপজেলা স্বজনের স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।
উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ মাসের ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এ দিবসকে কেন্দ্র করে পুরো মাসে উপজেলার ২৫টি স্থান ও উপজেলার বাহিরে আরও ছয়টি উপজেলায় ৬ দিন মাদকবিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হবে।
