Logo
Logo
×

সারাদেশ

‘বাজেট বাস্তবায়নে মন্ত্রীদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী’

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৬:০২ পিএম

‘বাজেট বাস্তবায়নে মন্ত্রীদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী’

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাদরে গ্রহণ করেছেন দেশবাসী। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে এ বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরাও সেভাবে কাজ শুরু করছি।

শুক্রবার দুপুরে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় ডাম্পিং চলছে। যমুনা নদীর বামতীরের ভাঙানরোধে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।

উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা চারবার দেশ পরিচালনায় নির্বাচিত ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ দেশ ও দেশবাসীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসবে।

পরে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, নাগরপুরের এমপি আহসানুর রহমান টিটু, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো নির্বাহী মহাপরিচালক রমজান আলী প্রামাণিক, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, অর্থপেডিক্স সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ।

বাজেট প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম