Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ডাকা জ্বালানি ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১০:৫৩ পিএম

সিলেটে ডাকা জ্বালানি ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

ফাইল ছবি

সিলেটে ডাকা জ্বালানি ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে এ কর্মসূচি স্থগিত করা হয়। আগামীকাল রোববার থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

তিনি জানান, সিলেট পুলিশ কমিশনারের সঙ্গে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাত। সভায় জ্বালানি ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন পুলিশ কমিশনার। এরই পরিপ্রেক্ষিতে ৪ জুন থেকে লাগাতার ধর্মঘটের কর্মসূচি স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত ২৬ মে সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এতে ফিলিং স্টেশনের কয়েকজনকর্মী আহত হন। এর প্রতিবাদে সিলেটে ৪ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ডাক দেন জ্বালানি ব্যবসায়ীরা।

সিলেট জ্বালানি ব্যবসায়ী ধর্মঘট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম