Logo
Logo
×

সারাদেশ

বাল্বের হোল্ডার লাগাতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১১:৫৫ পিএম

বাল্বের হোল্ডার লাগাতে গিয়ে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীতে বাল্বের হোল্ডার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল লালচাঁন শেখ নামে এক যুবকের। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছন বসন্তপুর ইউনিয়নের সদস্য মো. জাহিদ শেখ।


লালচাঁন শেখ (৩২) ওই গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। পেশায় তিনি একজন ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ শেখ বলেন, সন্ধ্যায় নিজ ঘরের বারান্দায় বৈদ্যুতিক বাল্বের হোল্ডার লাগাতে যান লালচাঁন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম