Logo
Logo
×

সারাদেশ

বিদেশ পাঠানোর ইন্টারভিউয়ে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

Icon

জয়দেবপুর, পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি 

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:৫৪ পিএম

বিদেশ পাঠানোর ইন্টারভিউয়ে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কলেজগেট এলাকার এক গৃহবধূকে আরবি ভাষা শিক্ষা ও ইন্টারভিউয়ের নামে রাতে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের পূবাইল বাজারের পার্শ্ববর্তী এলাকার বড়কয়ের গ্রামে। অভিযুক্ত ধর্ষক সাখাওয়াত হোসেন বড়কয়ের গ্রামের বাসিন্দা। তিনি বিদেশে গৃহকর্মী পাঠানোর কাজ করেন। 

ঢাকার পল্টনের নোয়াখালী টাওয়ারের কোনো এক এজেন্সির মাধ্যমে তিনি নারীদের বিদেশ পাঠান। তিনি মেয়েদের কাছ থেকে টাকা নেন না, উল্টো যাদের পাসপোর্ট নেই তাদের পাসপোর্টসহ করে দিতেন। মেয়েপ্রতি সাখাওয়াত পান মোটা অংকের কমিশন। এভাবেই চলছিল তার ব্যবসা।

ভুক্তভোগী ওই নারী সাখাওয়াতের সবশেষ শিকার। তিনি জানান, সাখাওয়াত তাকে বিদেশ পাঠানোর কথা বলে ইন্টারভিউয়ের জন্য ডাকেন। ইন্টারভিউ পাশ করার জন্য আরবি ভাষা শিক্ষা দিতে তাকে বাসায় ডেকে আনেন। বলেন, পরদিন ভোরে ইন্টারভিউ। তাই রাতের মধ্যে ভাষা শিখে ফেলতে হবে। রাতে ক্লাসের নামে দুবার ধর্ষণ করেন। ধর্ষণের শিকার গৃহবধূ পর দিন সকালে ঘটনা খুলে বললে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে সাখাওয়াতের নিকট জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, আমি অনেক মেয়ে পাঠিয়েছি। আমি একজন সফল ব্যবসায়ী, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব গুজব। 

জয়দেবপুর থানার ওসি মাহতাবউদ্দিন যুগান্তরকে জানান, মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল চেকআপে পাঠানো হয়েছে।

ধর্ষণ গৃহবধূ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম