Logo
Logo
×

সারাদেশ

আড়াই হাজার কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারি গ্রেফতার

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১০:১৮ পিএম

আড়াই হাজার কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারি গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে আড়াই হাজার কেজি ভারতীয় চিনিসহ সুমন শেখ (১৯) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকালে ফুলপুর উপজেলার বউলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহ অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুরের বউলা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪ এর একটি দল। এ সময় পিকআপ ভ্যানে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার সময় উপজেলার আবু সিদ্দিকের ছেলে সুমন শেখকে আটক করা হয়। তখন তার কাছ থেকে পিকআপ ভ্যানসহ দুই হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম