Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১১:০৪ পিএম

দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ফাইল ছবি

দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে অব্যাহত রয়েছে তীব্র দাবদাহ। প্রতিদিনই উপরে উঠছে তাপমাত্রা মাপনযন্ত্রের পারদ। দিনাজপুরে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে এ পর্যন্ত এটি সর্বোচ্চ তাপমাত্রা। আর ঢাকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দিনাজপুরে গত ৬৫ বছরের মধ্যে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এ পর্যন্ত এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ১ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর পরদিন ২ জুন ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ৩ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরসহ এ অঞ্চলে গত ১০ দিন থেকে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

ঢাকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সঙ্গে রোববার বিকালে ফোনে যোগাযোগ করা হলে যুগান্তরকে তিনি জানান, দিনাজপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার এটিই ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

হাফিজুর রহমান আরও জানান, দিনাজপুরে রোববার গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের জুন মাসে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি আরও জানান, দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে বর্তমানে বিরাজ করছে তীব্র দাবদাহ। এজন্যই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে উত্তরের এ জনপদে। সেই সঙ্গে প্রবাহিত হচ্ছে তীব্র গরম হাওয়া। 

এটি ‘লু’ হাওয়া কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত মরুভূমির গরম বাতাসকে বলা হয় ‘লু’ হাওয়া। তবে এ জনপদে যে গরম বাতাস প্রবাহিত হচ্ছে এটিও ‘লু’ হাওয়ারই মতো। 

এই আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে বলে মৃদু দাবদাহ, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে ধরা হয় মাঝারি দাবদাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে বলা হয় তীব্র দাবদাহ। দিনাজপুরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হওয়ায় এ অঞ্চলে এখন বিরাজ করছে তীব্র দাবদাহ। চলমান এ তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

দিনাজপুর তাপমাত্রা রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম