Logo
Logo
×

সারাদেশ

পিকআপ ভাড়া না দেওয়ায় মালিককে ঘুসি মেরে হত্যা

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১০:৩৯ পিএম

পিকআপ ভাড়া না দেওয়ায় মালিককে ঘুসি মেরে হত্যা

কুমিল্লার চান্দিনায় পিকআপ ভাড়া না দেওয়ায় মালিক বিকাশ চন্দ্র দাস (৪২) নামের এক ব্যক্তিকে ঘুসি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করার দাবিতে থানা গেটে এসে বিক্ষোভ করেন।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার বরকরই ইউনিয়নের নারাচোঁ গ্রামে ওই ঘটনা ঘটে। রাত ১১টায় থানা গেটে বিক্ষোভ করেন এলাকার শতাধিক বিক্ষুব্ধ জনতা।

নিহত বিকাশ চন্দ্র দাস নারাচোঁ গ্রামের মৃত মনমোহন চন্দ্র দাসের ছেলে।

অভিযুক্ত হত্যাকারী মো. আজিজুল ইসলাম আজু (২৮) একই উপজেলার বরকরই আন্দিরপাড় গ্রামের সহিদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিবেশী শ্রীকান্ত চন্দ্র দাস, বাদল চন্দ্র দাস ও হৃদয় চন্দ্র দাস জানান, নারাচোঁ গ্রামে গৌতমের মৎস্য প্রজেক্ট সংলগ্ন মাঠে ক্রিকেট খেলা চলছিল। বিকাশ চন্দ্র দাস দাঁড়িয়ে খেলা দেখছিল। হঠাৎ আজু নামের ওই লোকটি এসে পাওনা টাকা চাওয়ার অজুহাতে বিকাশকে এলোপাতাড়ি কিলঘুসি মারতে শুরু করে। একপর্যায়ে বিকাশ মাটিতে লুটিয়ে পড়ায় তাকে নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার পর চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে ঝলক দাস জানান, ৩-৪ দিন আগে রাতে আজু বাবার কাছে ফোন করে পিকআপ ভাড়া চান। তার লেনদেন ভালো না বিধায় আমার বাবা তাকে পিকআপ ভাড়া দেয়নি। ওই ঘটনার জের ধরে আজু আবার বাবাকে হত্যা করে।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম