কেসিসি নির্বাচন: আ.লীগ নেতাসহ দুই প্রার্থীর ভিডিও ভাইরাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৯:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ২১নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সব থেকে বেশি আলোচিত মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপনের বস্ত্রহীন ভিডিও।
এছাড়া তার প্রতিদ্বন্দ্বী যুবলীগ কর্মী মো. ইমরুল হাসানের অস্ত্র পরিষ্কারের ভিডিও এখন টক অব দ্য টাউন। আওয়ামী লীগ নেতা স্বপনের দাবি ভিডিও এডিট করে অপপ্রচার করা হচ্ছে এবং ইমরুলের দাবি এটা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে।
কেসিসি নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউন্সিলর স্বপনের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বস্ত্রহীন দেখা যায়।
তবে ভিডিওটির ব্যাপারে কাউন্সিলর স্বপন বুধবার যুগান্তরকে বলেছেন, এই ভিডিওটি তার না। এটি এডিট করে বানানো হয়েছে। সম্প্রতি এক প্রার্থীর ভিডিও ভাইরাল হওয়ার পর নোংরা ভিডিওটি ভাইরাল করা হয়েছে। তিনি ভিডিওর বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। স্বপন আরও বলেন, কিছু কুচক্রীমহল ষড়যন্ত্রকারী আমার ছবিযুক্ত করে নোংরা ভিডিওটি ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসআপসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। আমার মুখমণ্ডলের সাথে অন্য ছবি যুক্ত করে এমন করা হয়েছে। আমি এ ব্যাপারে খোঁজ নিয়েছি। মেয়েটি ভারতীয় সম্ভবত। ভিডিও কলে মেয়েটি এমন কাজ করে থাকে বলে শুনেছি।
এদিকে তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইমরুল হাসানের চার মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ইমরুলকে একটি অস্ত্র পরিষ্কার করতে দেখা যায়।
এ বিষয়ে বুধবার ইমরুল যুগান্তরকে জানান, এই ভিডিওটি ২০১৮ সালের। আমি মেলা পরিচালনার ব্যবসা করতাম। আমার শত্রুরা ষড়যন্ত্রমূলকভাবে এ ভিডিও করেছিল।
উল্লেখ্য, কাউন্সিলর স্বপন হত্যা মামলায় অভিযুক্ত ছিল। ২০০৩ সালে ওই মামলা থেকে তিনি খালাস পান। এছাড়া ইমরুলের বিরুদ্ধে অস্ত্র মামলা চলমান।
এলাকাবাসীরা জানান, আগামী নির্বাচনে ওয়ার্ডটি সুষ্ঠুভাবে ভোট নিয়ে শঙ্কা রয়েছে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাবও পড়তে পারে।
