Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে বিউটিশিয়ান হত্যায় স্বামীসহ গ্রেফতার ৩

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১১:২১ পিএম

গাজীপুরে বিউটিশিয়ান হত্যায় স্বামীসহ গ্রেফতার ৩

গাজীপুর সদর মেট্রো থানাধীন আদাবৈ এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বিউটিশিয়ানের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী নিহতের স্বামীসহ দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

নিহত রুবিনা খাতুন (২৯) গাজীপুর সিটির আদাবৈ এলাকার আব্দুস সালামের মেয়ে। তিনি মহানগরের সদর থানাধীন আদাবৈ সাইনবোর্ড এলাকায় পিতার জমিতে ’রাজকন্যা বিউটি পার্লার’ নামে পার্লার ব্যবসা পরিচালনা করতেন।

হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও রুবিনার স্বামী মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসান (২৭) গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খুদেবরমী এলাকার নিতাই ঘোষের ছেলে। মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসানকে পাবনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

গ্রেফতার অপর আসামি মিঠুনের সহযোগী রাকিবুল ইসলাম (২২) গাজীপুর সদর মেট্রো থানাধীন আদাবৈ এলাকার আবুল কালামের ছেলে এবং সুমা রানী ঘোষ (৩০) গাজীপুরের জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার মৃত ফনিন্দ চন্দ্র ঘোষের মেয়ে।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এক বছর পূর্বে ফেসবুক সূত্রে রুবিনা ও মিঠুন ঘোষের মধ্যে পরিচয় হয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। শুরুতে সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে দাম্পত্য কলহ বাধে। একে অপরকে পরকীয়ার সন্দেহে সম্পর্কের অবনতি ঘটে। এ নিয়ে বিভিন্ন সময় শারীরিক এবং মানসিক নির‌্যাতন করতে থাকে মিঠুন চন্দ্র ঘোষ। এ বিষয়ে রুবিনা আক্তার থানায় অভিযোগ করলে মিঠুন ঘোষ ভিকটিমকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন।

এরই মধ্যে গত ৪ জুন রাতে ওই পার্লারের পেছনের কক্ষে খাবার দিতে গিয়ে ভিকটিমের মা আছিয়া বেগম তার মেয়ে রুবিনার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পায় এবং পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে সদর মেট্রো থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ চাঞ্চল্যকর ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ দুইজন আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

অপরদিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রুবিনার স্বামী মিঠুন চন্দ্র ঘোষকে পাবনার দিলালপুর থেকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম