Logo
Logo
×

সারাদেশ

পরীক্ষা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফারিজুল

Icon

রংপুর ব্যুরো 

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১০:৫৫ পিএম

পরীক্ষা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফারিজুল

রংপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে ফারিজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে মাঠ পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফারিজুলের মৃত্যু হয়।

তার বাড়ি মিঠাপুকুর উপজেলার পাগলারহাট গিলাঝুঁকি নামক গ্রামে। এর আগে তিনি গত জানুয়ারিতে সহকারী শিক্ষক পদে একই উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী। 

ফারিজুল ইসলাম পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। তার বাবা পেশায় কৃষক এবং মা গৃহিণী। ফারিজুল ইসলাম বিসিএসসহ (৪৩তম প্রিলি উত্তীর্ণ) পুলিশের সার্জেন্ট ও ব্যাংকের লিখিত পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। এর আগে গত বছর হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ থেকে প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে মাস্টার্স শেষ করেন তিনি।

ফারিজুলের বন্ধু মনজুরুল ইসলাম জানান, ফারিজুলের পরীক্ষা হয় রংপুরের সরকারি কলেজের পাশে শেখ রাসেল স্টেডিয়ামে। এসআই নিয়োগের ১৬০০ মিটার দৌড় শেষে তীব্র দাবদাহে ফারিজুল অসুস্থ হয়ে পড়ে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকালে জ্ঞান না ফেরায় তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসাইন জানান, এসআই নিয়োগের মাঠ পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে যান ফারিজুল। সঙ্গে সঙ্গেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজে রাখা আছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে আসলে কী কারণে মারা গেছেন। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ফারিদুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তার মৃত্যু সনদে উল্লেখ করেছেন।

পরীক্ষা ফারিজুল রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম