টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মন্নুগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত ওই ব্যক্তির নাম আব্দুল হাকিম (৩৭)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার টাপুরচর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে একটি মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে টঙ্গীর মন্নুগেট এলাকায় পৌঁছান আব্দুল হাকিম। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে গ্রেফতার করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
