স্কুল ব্যাগে ধারালো অস্ত্র, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১১:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্কুল ড্রেস পরা অবস্থায় গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশনে কাউকে আক্রমণ করতে এসে এরা পুলিশের হাতে ধরা পড়ে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াহেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু স্কুলছাত্রকে ব্যাগ কাধে নিয়ে রেলস্টেশন এলাকায় জড়ো হতে দেখেন। তাদের অস্বাভাবিক চলাফেরা ও আচরণে স্টেশনে থাকা লোকজন ভীত হয়ে পড়েন। পরে তারা পুলিশকে খবর দিলে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে স্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ ও স্কুলের পোশাক পরিহিত ১৬ জনকে আটক করে।
তাদের স্কুলব্যাগ তল্লাশি করলে ভেতরে লুকানো অবস্থায় ধারালো ছুরি, হাঁসুয়া, চাপাতিসহ কয়েক প্রকারের ধারালো অস্ত্র পাওয়া যায়।
আটকরা গাইবান্ধা শহরের স্বনামধন্য স্কুলের শিক্ষার্থী। তাদের বাড়ি শহর ও তার আশপাশের এলাকায়। তারা পড়ালেখার আড়ালে নিজেরা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে শহরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ আছে।
এ ব্যাপারে গাইবান্ধার ভারপ্রাপ্ত ওসি ওয়াহেদুজ্জামান বলেন, যেহেতু তাদের কাছ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে এবং তারা কোনো অপকর্ম সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই পুলিশ তাদের আটক করে।
