Logo
Logo
×

সারাদেশ

রংপুরে অজ্ঞান-মলম পার্টি নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:১৯ পিএম

রংপুরে অজ্ঞান-মলম পার্টি নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঈদযাত্রায় যাত্রীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে প্রবেশদ্বার মডার্ন মোড়ে র‌্যাব ও রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ কন্ট্রোলরুম ও সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। তারা অজ্ঞান মলম পাটিসহ অপরাধীদের বিষয়ে সর্তক অবস্থানে রয়েছে।

ঈদকে ঘিরে রোববার বিকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ও র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানায়, ঈদকে সামনে রেখে মলমপার্টি, অজ্ঞানপার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র তৎপর হয়ে উঠে। এছাড়া পরিবহণ সংশ্লিষ্টরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়সহ নানা অপরাধ করেন। এবার র‌্যাব ও পুলিশ যৌথভাবে ঈদের আগের ও পরের তিন দিন সবার নিরাপত্তা নিশ্চিত করবে।

এ ব্যাপারে র‌্যাব-১৩ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানিয়েছেন, ঈদকে ঘিরে ব্যবসায়ীরা কুরবানির পশু ও টাকা নিয়ে যাতায়াত করবেন। সেটাকে কেন্দ্র করে যাতে কোনো অসাধু চক্র এর মুনাফা নিতে না পারে সেদিকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। যেকোনো বিষয়ে যাত্রীদের নিরাপত্তা ও সহায়তার জন্য এখানে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল টিম ছাড়াও পাওয়া যাবে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ঈদযাত্রা অজ্ঞান-মলম পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম