Logo
Logo
×

সারাদেশ

বিরল প্রজাতির সাদা কাক দেখতে ভিড়

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১০:১১ পিএম

বিরল প্রজাতির সাদা কাক দেখতে ভিড়

নীলফামারী শহরের নতুন বাজার এলাকায় সোমবার বিকালে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে। কাকটিকে এক নজরে দেখতে শতশত মানুষ ভিড় করে।

শহরের নতুন বাজার এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে আফজাল জানান, নতুন বাজার মার্কেটের সামনের বট গাছে বিরল প্রজাতির সাদা কাক বসে থাকতে দেখেন। পড়ে কৌশলে কাকটিকে ধরেন তিনি।

নীলফামারী সদর উপজেলার বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ জানান, বিরল প্রজাতির সাদা কাকটি পৌরসভার কর্মচারী পশু প্রেমিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। তিনি কাকটিকে পরিচর্যা করছেন।

নীলফামারী সাদা কাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম