Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৫:৪৫ এএম

শেরপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বাদজুমা খরপুরস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনের সড়কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সৈয়দ আতর আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি এরশাদ ৯ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধিসহ গ্রাম-বাংলার উন্নয়নে কাজ করেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ধর্মীয় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিল মওকুফসহ উপজেলা ব্যবস্থার প্রবর্তকও ছিলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান।

এতে বক্তব্য দেন- মো. মোখলেছুর রহমান, হারুন জিলানী সরকার, কাজী শাহনেওয়াজ শাহীন, তাজুল ইসলাম হেলাল, আবু সাঈদ খোকন, এসএম আশরাফসহ জেলা, উপজেলা, শহর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভার শুরুতে প্রয়াত এই রাষ্ট্রপতির আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম