শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা অধিকাংশই ঢাকা থেকে এসেছেন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সীমান্তবর্তী জেলা শেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হয়েছেন। এরমধ্যে পাঁচজনকে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এদিকে নতুন করে আক্রান্ত অপর একজন ডেঙ্গু রোগীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতাল থেকে তিনজন, নকলা উপজেলা থেকে একজন এবং ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন ডেঙ্গু রোগীকে ছুটি দেওয়া হয়েছে। এদের অধিকাংশই ঢাকা থেকে আসা রোগী বলে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানিয়েছেন।
জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের সুবিধার্থে ডেঙ্গু পরীক্ষার নির্ধারিত ফ্রি আগামী এক মাসের জন্য ১০০ থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। এছাড়া ডেঙ্গু জ্বরের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে বলেও সিভিল সার্জন জানান।
জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে বলে রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন। জেলা সদর হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে সরবরাহ রয়েছে এমন ওষুধ আমরা রোগীদের দিচ্ছি। বাকি ওষুধগুলো চিকিৎসক লিখে দেওয়ার পর বাইরে থেকে কিনতে হচ্ছে।
