বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে দোয়া মাহফিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে কুরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্বজন সমাবেশ কার্যালয়ে এ কুরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন- গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা স্বজনের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি তৈমুর আলম, স্বজন তাসাদদুল করিম প্রমুখ।
কুরআন তেলাওয়াতে অংশ নেন- গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার শিক্ষার্থী মো. সামিউল হাসান, নুর মোহাম্মদ সাফী, মো. সাদমান সাইফ রাব্বী, মো. ফরহাদ মিয়া, মো. মাজহারুল ইসলাম, মো. রবিউল হাসান রাব্বি, মো. আকরাম হোসেন, আবু রায়হান, মো. ইয়াসিন মিয়া, মো. নুরে আলম, মো. ইয়াসিন আরাফাত সিয়াম, মো. বায়েজিদ, মো. নাজমুল্লাহ, মো. ইহসান হাসান ইমরান, মো. কাউসার আহমেদ, মো. ইব্রাহিম মিয়া, মো. ইমরান হাসান সিয়াম, মো. সাইফুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।
