Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম

ময়মনসিংহে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ময়মনসিংহে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে নগরীর টাউনহল চত্বর থেকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উন্নয়ন শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি আমিনুল হক শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, অধ্যাপক আব্দুর রাজ্জাক, হোসাইন জাহাঙ্গীর বাবু, আনোয়ারুল হক রিপন, মফিজুন নুর খোকা, আহমেদ হোসেন, অধ্যক্ষ আব্দুর রফিক জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

এছাড়াও নগরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ শোভাযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম