ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও আটজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। শনিবার সকাল ৯টা পর্যন্ত শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।
জেলা সদর হাসপাতাল কৃর্তপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুর এসেছেন। আমরা চিকিৎসার জন্য সব ব্যবস্থা নিয়েছি। মশাবাহিত এই রোগ থেকে বাঁচতে জেলাবাসীকে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাসাবাড়ির ছাদ ও আঙিনা পরিষ্কার রাখাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’
