Logo
Logo
×

সারাদেশ

ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৭:২৫ পিএম

ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার

কুমিল্লার বরুড়ায় ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার তলাগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

ওসি মো. ফিরোজ হোসেন জানান, শনিবার রাতে বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তলাগ্রাম এলাকায় একটি সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি, নগদ টাকাসহ অজ্ঞান করার নানা সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল (২৭), মোসা. সেলিনা আক্তার শিল্পী (৪৫), মো. লিটন মিয়া (২৩), মো. সুমন (৩০), মো. মারুফ ওরফে আশিক (৩১), সুমাইয়া আক্তার শিউলী (১৯)।

কুমিল্লা ছিনতাইয়ের চেষ্টা মলম পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম