গৌরীপুরের স্বজন অর্পিতা ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন!
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের স্বজন অর্পিতা সরকার অর্পি ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ভরত নাট্যম নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করে।
অর্পিতা সরকার অর্পি গৌরীপুর পৌর শহরের কৃষ্ণপুর এলাকার অমিত সরকার ও কনিকা রাণী ভদ্রর কন্যা। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।
এছাড়াও অর্পিতা ২০২৩ সালে ভরত নাট্যম নৃত্যে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়। ২০২২ সালে শিক্ষা সপ্তাহে উপজেলায় ভরত নাট্যমে চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিযোগিতায় সৃজনশীল (রবীন্দ্র) নৃত্যে প্রথম স্থান অর্জন করে।
