Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৮:৩৬ পিএম

ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন।

ডেঙ্গুর বিস্তার রোধে ইতোমধ্যেই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন ও প্রতিটি পৌরসভায় মনিটরিং টিম গঠন করার পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাইকিং ও প্রচারাভিযান অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও উপাসনালয় থেকে সচেতনতামূলক প্রচারাভিযান চলছে।

জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, কোভিড মোকাবেলায় যেভাবে উদ্যোগ নেয়া হয়েছিল, এখন ডেঙ্গু মোকাবেলায় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার লার্ভার উৎসস্থল নষ্ট করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাখার আহবান জানিয়েছেন। 

সিটি মেয়র ইকরামুল হক টিটু জানান, এডিস মশার বিস্তার ও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন প্রতিনিয়ত কাজ করছে সিটি করপোরেশন। প্রতিদিন কোথাও না কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিন দিয়ে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ এবং পরিত্যক্ত ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভবন মালিককে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। 

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা কাজ করছে। জনসচেতনতা বাড়াতে কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কর্মীরাও মাঠে কাজ করছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু ইউনিটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগী নতুন ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। বর্তমানে ভর্তি আছেন ১০৭ জন।

ভর্তিকৃতরা সবাই ঢাকা, গাজীপুর বা আশপাশের এলাকা থেকে আক্রান্ত হয়ে নিজ এলাকার হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. ফরহাদ হোসেন হীরা।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম