Logo
Logo
×

সারাদেশ

হত্যার ২৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:১০ পিএম

হত্যার ২৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলায় নুর মোহাম্মদ (৩০) হত্যার ২৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মজিবর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে এক বিবৃতিতে র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য জানান।

আসামি মজিবর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ইরিভিটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

আদালতের রায় থেকে জানা যায়, ১৯৯৮ সালে আসামি মজিবর রহমান ও নিহত নুর মোহাম্মদ নেত্রকোনার পূর্বধলায় এক বাড়িতে মাসোয়ারা চুক্তিতে কাজ করতেন। নুর-মোহাম্মদ একটি বিমা কোম্পানিতে চাকরির সুবাদে তার কাছে নগদ টাকাপয়সা থাকতো সব সময়। একপর্যায়ে অর্থের লোভে ১৯৯৮ সালের মার্চে নুর মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে পুঁতে রাখে মজিবর।

এ ঘটনায় নুর মোহাম্মদের ছোট ভাই মো. নুর ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার চার মাস পর মজিবুরকে পুলিশ গ্রেফতার করলে তার দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী বারহাট্টা থানার দেউলি গ্রাম থেকে মাটিতে পুঁতে রাখা লাশের কঙ্কাল উদ্ধার করে। পরবর্তীতে জামিনে পালিয়ে থাকেন মজিবর। এ ঘটনায় বাদীর আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মজিবরকে ২০০৩ সালে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম