Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ হাজার ২৪ জন ছেলে ও ৭ হাজার ১৫৩ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শুক্রবার দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এবার ১ হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৮৭২ জন। এর মধ্যে পাশ করেছে ১ লাখ পাঁচ হাজার ৪৭ জন। পাশের হার শতকরা ৮৫ দশমিক ৪৯ শতাংশ। শতভাগ কৃতকার্য হয়েছে ৫৫টি প্রতিষ্ঠান। গত বছর তিনটি অকৃতকার্য প্রতিষ্ঠান থাকলেও এ বছর নেই। এদিকে ১ লাখ পাঁচ হাজার ৪৭ জনের মধ্যে ছাত্র ৫২ হাজার ৫৮৯ জন, পাশের হার ৮৪ দশমিক ৩৭। ছাত্রী পাশ করেছে ৫২ হাজার ৪৫৮ জন, পাশের হার ৮৬ দশমিক ৬৫। বিজ্ঞান শাখায় পাশের হার ৯৫ দশমিক ৩৩ , মানবিক শাখায় ৭৯ দশমিক ৫৫ ও ব্যবসায় শিক্ষায় ৮৮ দশমিক ৮৮ শতাংশ।

শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় পাশের হার জামালপুরে ৮৬ দশমিক ৯৮, শেরপুরে ৮৬, ময়মনসিংহে ৮৫ দশমিক ৬০ এবং নেত্রকোনায় ৮৩ দশমিক ০৮ শতাংশ।

এসএসসির ফল ময়মনসিংহ জিপিএ ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম