Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে গত সাত বছরের তুলনায় এবার সবচেয়ে কমেছে পাশের হার। পাশাপাশি গত বছরের তুলনায় কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। আর গত বছরের মতো এবারো পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা রয়েছে এগিয়ে। শুক্রবার ঘোষিত দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এসব তথ্য পাওয়া যায়। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে ২০২৩ সালের এএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাশের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন।

বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৮৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮২ হাজার ৩১ জন। পাশের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯ হাজার ৪১১ জন, পাশের হার ৬৪ দশমিক ৮০ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৯০৭ জন, পাশের হার ৭৫ দশমিক ২৩ শতাংশ। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবারো ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ, আর মেয়েদের পাশের হার ৮০ দশমিক ২২ শতাংশ। ছেলে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন এবং মেয়ে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৮২ জন। 

এই শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত সাত বছরের মধ্যে এবারই এ শিক্ষা বোর্ডে পাশের হার সর্বনিম্ন। ২০১৭ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৮৩ দশমিক ৯৮ শতাংশ, ২০১৮ সালে ৭৭ দশমিক ৬২ শতাংশ, ২০১৯ সালে ৮৪ দশমিক ১০ শতাংশ, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ১৬ শতাংশ এবং এবার ২০২৩ সালে পাশ করেছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৭০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। আর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রামের কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।

এসএসসির ফল দিনাজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম