হাতের মেহেদি না মুছতেই হারিয়ে গেল সিনথিয়া
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৯:০৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হাতের মেহেদির না মুছতেই জীবন থেকে হারিয়ে গেল সদ্য বিবাহিতা গৃহবধূ সিনথিয়া খাতুন (১৯)। বিয়ের মাত্র ৩ সপ্তাহের মাথায় সিনথিয়া খাতুন আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে নিজ শোয়ার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সিনথিয়া খাতুন আত্মহত্যা করেন।
সিনথিয়ার বাড়ি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দাইড়পাড়া গ্রামে। পিতার নাম সিরাজ প্রামাণিক।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সিনথিয়া খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দাইরপাড়া গ্রামের পলানের ছেলে মো সাব্বির হোসেনের (২২) সঙ্গে বিয়ে হয়।
নিহতের স্বামী সাব্বির জানান, দুপুর ২টার দিকে বাড়ির বাহিরে যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ দেখি। ঘরের কাছে গিয়ে সিনথিয়াকে ডাকা ডাকি করে সাড়া পায়নি। পরে আমার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে বাহির থেকে ধাক্কা দিয়ে দরজা ভেঙ্গে শয়ন কক্ষের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সিনথিয়াকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে।
