Logo
Logo
×

সারাদেশ

জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী, জনপ্রিয়তায়ও এগিয়ে

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম

জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী, জনপ্রিয়তায়ও এগিয়ে

জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী; জনপ্রিয়তায়ও এগিয়ে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। সোমবার বিকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দল ও নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

কানিহারি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাজিম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টারের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল বারেক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ। প্রধান বক্তার বক্তব্য দেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন কামাল ও শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রউফ, জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন, জাতীয় যুব সংহতির সদস্য সচিব উজ্জ্বল মিয়া, জাতীয় ছাত্রসমাজের আহবায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

বর্ধিত সভা শেষে জাতীয় পার্টির শাসন আমলের উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ করে লাঙ্গল মার্কায় ভোট চান নেতারা।

বর্ধিত সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী তেমনি জনপ্রিয়তায় অন্যদলের চেয়েও পিছিয়ে নেই। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের কথা ও দেশের উন্নয়ন করে গেছেন। তার ধারাবাহিকতায় আজ সারা দেশে জাতীয় পার্টি সুসংগঠিত। আগামী নির্বাচনে জাতীয় পার্টি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

ময়মনসিংহ জাতীয় পার্টি জনপ্রিয়তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম