Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মুক্তাগাছা উপজেলা সেক্রেটারিসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। সেই মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন- মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), অর্থ বিষয়ক সম্পাদক ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), প্রচার সম্পাদক হাবিবুল্লাহ শরিফ (৪০), সদস্য মামুনুর রশিদ (৪৫), কোতোয়ালি শাখার সদস্য মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মুক্তাগাছার মো. আনোয়ার হোসেন (৫০), সদর আমির মো. মফিদুল ইসলাম (৫৫), গৌরীপুরের আসাদুল্লাহ হাফেজ (৫৫), ফুলপুরের আবদুল কাদের (৫০), ঈশ্বরগঞ্জের বরহিত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবদীন (৫১), সদস্য ফজলুল হক মাহবুব (৩৬), সরিষা ইউনিয়ন সেক্রেটারি আমিনুল হক খান (৬৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম (৪০), সদস্য মাওলানা মতিউর রহমান (৫৩), ফুলবাড়িয়ার ইয়াছুব হুজুর (৪৩), মো. আব্দুল মতিন (৩৫), ভালুকার মাওলানা মোবারক হোসেন (১৯), পাগলার মাহমুদুল হাসান (৩০), ধোবাউড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০)।

ময়মনসিংহ জামায়াতে ইসলামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম