নদীতে পড়ে যাওয়া পলিথিনের টুপি তুলতে গিয়ে ভেসে গেলেন কৃষক
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মঙ্গলেশ্বরী নদীতে নেমে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মাথায় দেওয়া পলিথিনের টুপি নদীতে পড়ে গেলে তা তুলতে গেলে তিনি ভেসে যান বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী এলাকায় নদীতে নামেন তিনি। বিকাল ৫টা পর্যন্ত ওই ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ চাঁন মিয়া একই ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
কলমাকান্দা ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে জমিতে কৃষিকাজ করতে বাড়ি থেকে বের হন চাঁন মিয়া। এ সময় প্রচণ্ড বৃষ্টি ছিল। তাই তিনি মাথায় বাঁশ ও পলিথিনের তৈরি একটি টুপি ব্যবহার করেন। পথে মঙ্গলেশ্বরী নদীতে বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় টুপিটি পানিতে পড়ে যায়। টুপিটি তুলতে নদীতে নামেন তিনি। একপর্যায়ে তিনি ওই নদীতে ডুবে যান।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
কলমাকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এমদাদুল হক বলেন, নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ পেতে ঘটনাস্থল ও এর আশপাশে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
